জুলুম কি?




সুফিয়ান সাওরি [রহমাতুল্লাহি আলায়হি] বলেন, ১০টি বিষয় হলো জুলুম


১. নিজের জন্যে দোয়া করা আর মা-বাবাকে ভুলে যাওয়া।


২. কোরআন তেলাওয়াত জানার পরও দিনে একশো আয়াতও তেলাওয়াত না করা।


৩. মসজিদে ঢুকলো; কিন্তু দু'রাকাত নামাজ না পড়েই ফিরে আসা।


৪. কবরস্থানের পাশ দিয়ে গেলো; কিন্তু কিছু পড়ে মৃতেদের জন্যে দোয়া না করা।


৫. কোনো জনপদে আলেম আছে; কিন্তু তার কাছ থেকে লোকজন ইলম শেখে না।


৬. দু'জন একই পথে যাত্রা করলো; কিন্তু একজন আরেকজনের নাম পর্যন্ত জিজ্ঞেস করলো না (একসাথে কোথাও গেলে অন্তত পারস্পরিক পরিচয়টা তো হওয়া চাই)।


৭. জুমার দিন শহরে থাকে; কিন্তু মসজিদে হাজির হয় না।

 ৮. একজন মুসলমান দাওয়াত দিলো কিন্তু অন্যজন তা কবুল করলো না।


৯. যৌবনকাল কাটিয়ে দিলো কিন্তু কোনো ইলম শিখলো না। 

১০. নিজে পেট পুড়ে খেলো; কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত রইলো।