কুকুরের মধ্যে ওলির গুণ!



মাশায়েখরা একটি সহজ অথচো বিস্ময়কর কথা লিখেছেন। তাঁরা বলেছেন, কুকুরের মধ্যে এমন ১০টি গুণ আছে যা কোনো মানুষ গ্রহণ করলে আল্লাহর ওলি হয়ে যাবে। গুণগুলো হলো:


১.যা পাওয়া যায়, তাতেই সন্তুষ্ট থাকা। কুকুরের মধ্যে এই অল্পেতুষ্টির গুণটি আছে। যা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম গুণ।


২.বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকা; এটা প্রিয়বান্দাদের অন্যতম নিদর্শন।


৩.শক্তিশালী কুকুর এসে ঝগড়া করলে কুকুর এই জায়গা থেকে চলে যায়। এটা আল্লাহর প্রতি সন্তুষ্ট বান্দাদের আলামত।


8. মালিক তাকে জুতা মারে, ডাণ্ডা মারে, তবুও সে মালিকের বাড়িতেই পড়ে থাকে। এটা সাদেকিনদের আলামত।


৫.মালিক খাচ্ছে, কুকুর বসে বসে ক্ষুধার্ত অবস্থায় সে দৃশ্য দেখে।


৬.মালিকের পাশে এসে বসে না, দূরে দরোজার কিনারে বসে থাকে; এটা বিনয়ীদের নিদর্শন।


৭.মালিক মেরে আবার ডাকলে অভিমান করে না; ফিরে আসে। এটা আল্লাহর প্রতি ভীতশীলদের নিদর্শন।


৮.কুকুরের কোনো ঘরবাড়ি নেই। কখনো রাস্তার পাশে, কখনো গাছতলায়, কখনো দেয়ালের পাশে শুয়ে থাকে। এটা হলো আল্লাহর ওপর ভরসা করা বান্দাদের গুণ।


৯.কুকুর দিনে শুয়ে থাকে আর পুরো রাত জেগে থাকে। এটা আল্লাহর প্রিয়বান্দাদের অন্যতম নিদর্শন৷ ১০. কুকুর মারা গেলে এর রেখে যাওয়া কোনো সম্পদ থাকে না। এটা জাহেদিনের আলামত।


এই ১০টি গুণ সাধারণত কুকুরের মধ্যে পাওয়া যায়। এগুলো কোনো মানুষের মধ্যে থাকলে সে আল্লাহর ওলি হয়ে যাবে!