ধামরাইয়ে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। চুরির পর তা ফেরত দেওয়ার আশ্বাসে দুর্বৃত্তরা ফোন নম্বর রেখে যাচ্ছে। বিকাশে টাকা পাঠালে চুরি যাওয়া মিটার আশপাশে রেখে যাওয়া হবে এমন কথা লিখে রেখে যাচ্ছে তারা।

নতুন মিটার লাগিয়ে কোনো লাভ নেই। কারণ টাকা না দেওয়া পর্যন্ত যতবার মিটার লাগানো হবে ততবারই মিটার চুরি হবে এমন হুমকিও দিচ্ছে ঐ চক্র। তবে বিকাশে চোরদের দাবিকৃত টাকা পাঠালে মিটার মিলছে আশপাশে। এভাবে মিটার চোরেরা গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে

ধামরাই পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২৬টি ট্রান্সফরমার এবং অন্তত ১০০ মিটার চুরি হয়েছে। ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, মিটার চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ ও গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। বেড়েছে জনদুর্ভোগ। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে

ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে।

সুত্রঃ ইত্তেফাক/এমআর