করোনাকালে রং হারাচ্ছে টোকিও অলিম্পিক! এমন অনুমান ছিল আগেই। এবার শঙ্কাটাই সত্যি হলো। মাত্র মাস তিনেক পর শুরু হতে যাওয়া বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞে থাকছে না বিদেশি দর্শক প্রবেশে অনুমতি। আয়োজক কমিটির সঙ্গে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত আইওসির।
অলিম্পিক গেমসে দর্শক আগ্রহ বিশ্বজুড়ে। এই উত্তেজনায় সামিল হতে প্রচুর সংখ্যক দর্শনার্থী অপেক্ষায় টোকিওর জন্য। সমস্যা তৈরি হয়েছে সেখানেই। কারণ বিশাল এই জনগোষ্ঠীর জন্য কোয়ারেন্টিন নিশ্চিত করা সম্ভব নয় জাপানের। আর তাই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ বলেন, 'জাপান বলছে যারা খেলা দেখতে আসবে তাদের সবার জন্য কোয়ারেন্টিন নিশ্চিত করা সম্ভব না। তাদের এমন দাবি যৌক্তিক। কারণ প্রচুর দর্শক অপেক্ষয় টোকিও অলিম্পিক্সের জন্য। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি। কোনো বিদেশি দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না গেমস চলাকালীন।'
শুধু অলিম্পিক নয়, প্যারালিম্পিকের ক্ষেত্রেও একই পথে আইওসি। আর তাই এরই মধ্যে যারা ইভেন্ট উপভোগের জন্য টিকিট সংগ্রহ করেছেনে তাদের অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে জাপানের স্থানীয় দর্শকরা গেমস উপভোগ করতে পারবে কি'না এই সিদ্ধান্ত হয়নি এখনো।
আয়োজক কমিটির সভাপতি সেইকো হাসিমতো বলেন, 'এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের কিছু করার নেই। যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছে তাদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে। প্যারালিম্পিকের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তবে জাপানিরা মাঠে বসে খেলা দেখতে পারবে কি না তা নির্ভর করবে পরিস্থিতির ওপর।'
আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। এর আগে করোনার জন্য এক পিছিয়ে দেয়া হয়েছিল গ্রেটেস্ট শো অন আর্থ।
0 Comments