সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন থেকে জানা যায়, লাইভের পাশাপাশি এবার নতুন ফিচার নিউজ বুলেটিন নিয়ে আসছে ফেসবুক।
এতদিন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি অনবদ্য প্ল্যাটফর্ম ছিল ফেসবুক লাইভ ফিচারটি। ভিডিওর পাশাপাশি এখানে তারা অডিও সেবাটিও পেতেন। এবার সেখানে যুক্ত হচ্ছে নতুন আরেক মাত্রা নিউজ বুলেটিন ফিচার। ফলে কনটেন্ট নির্মাতারা এবার তাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে স্পন্সর লোগো, নাম এবং কালার প্যালেট। একাধিক কনটেন্ট কাস্টমাইজেশনের সুবিধার পাশাপাশি গ্রাফিক্সের কথা মাথায় রেখে এর সঙ্গে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া এমবেড এবং অন্যান্য পছন্দসই স্টাইলিং সুবিধা।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটররা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন এ সুবিধা। এতে করে তাদের গুণতে হচ্ছে না অতিরিক্ত কোনো অর্থ কিংবা দিতে হচ্ছে না রাজস্ব। কনটেন্ট ক্রিয়েটররা সহজেই পেয়ে যাবেন তাদের সাবস্ক্রিপশনের সম্পূর্ণ অর্থ।
মুনাফার দিকে নজর রেখেই মূলতো এ ফিচারটি চালু করা হয়েছে। নতুন এ ফিচারটির মাধ্যমে অতি সহজেই স্বল্প সময়ে কনটেন্ট নির্মাতাদের কনটেন্টটি পৌঁছে যাবে বেশি সংখ্যক মানুষের কাছে। ফলে মুনাফাও হবে দারুণ। বর্তমানে পরীক্ষামূলকভাবে ছোট ছোট গ্রুপ নিয়ে এটি চালু হলেও আশা করা যায়, অতি দ্রুত বড় পরিসরে এ সুবিধাটি চালু করা হবে।
সূত্র সময় টিভি
0 Comments