ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করায় সার্চ ইঞ্জিন গুগলকে তিন মিলিয়ন রুবল (রাশিয়ান মুদ্রা) বা ৪১ হাজার ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বৃহস্পতিবার আদালত এই জরিমানা করেন। দেশটিতে এ ধরনের অপরাধে গুগলকে জরিমানার ঘটনা এটাই প্রথম।



বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরিমানার বিষয়টি গুগল নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

গুগলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের মধ্যে এই সাজা দেওয়া হলো। এর আগে দেশটিতে আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জরিমানা করা হয়েছে

দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক কর্মকর্তা রস্কোমনাজর গত মাসে বলেছিলেন, অ্যালফাবেট ইনকরপোরেশনের অধিভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলকে ছয় মিলিয়ন রুবল জরিমানা করা হতে পারে। রাশিয়ায় গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার ভূখণ্ডের মধ্যে ডেটাবেইসে সংরক্ষণ না করায় এই জরিমানা হবে।

এর আগে নিষিদ্ধ কনটেন্ট মুছে না ফেলায় রাশিয়ায় গুগলকে জরিমানা করা হয়েছিল। ক্রেমলিনপন্থী ব্যক্তিত্ব ও কয়েকটি গণমাধ্যমের ইউটিউব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া নিয়ে দেশটির সরকারের সঙ্গে গুগলের বিরোধ চলছিল।