ভাগ্যকেই দুষছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ভাগ্যাহত পর্তুগাল দলের ইউরো থেকে বিদায়কে ‘অবিচার’ মনে করেন তিনি। গোটা ম্যাচে ২৯টি শট গোলে মেরেও ম্যাচ হারটাকে এভাবেই ব্যাখ্যা করতে চান ক্রিস্টিয়ানো রোনালদোদের এই প্রবীণ কোচ।
থরগান হ্যাজার্ড কি নিজেও ভেবেছিলেন ওই শট পর্তুগাল গোলকিপার রুই পাত্রিসিওকে এভাবে বোকা বানাবে! আচমকা এমন শট তো প্রতিটি ম্যাচেই কত খেলোয়াড় নেন! সব শট থেকেই কি গোল হয়! কিন্তু কাল হলো। সে কারণেই হয়তো সান্তোস উচ্চারণ করছেন ‘অবিচার’ শব্দটা।তবে পর্তুগাল কোচ ফুটবলীয় ব্যাখ্যাটাও দিয়েছেন। গোলের খেলা ফুটবলে যে দল গোল করবে, তারাই তো জিতবে। কাল সেভিয়াতে হিসাবটা তো খুবই সোজা—বেলজিয়াম গোল করেছে, তাই জিতেছে। পর্তুগাল গোল করতে পারেনি, হেরেছে, ‘হিসাবটা খুবই সোজা, বেলজিয়াম গোল করেই জিতেছে। আমরা গোল করতে পারিনি। যদিও আমি পর্তুগালের হারকে “অবিচার” বলব। আমরা ছিলাম ভাগ্যবঞ্চিত। বেলজিয়াম গোল লক্ষ্য করে ৬টি শট নিয়ে একটা গোল পেয়েছে। আমরা ২৯টি শট নিয়েও গোল করতে পারলাম না।’ হারের পরেও নিজ দলের খেলোয়াড়দের ওপর তাঁর ভালোবাসা সীমাহীন, ‘আমার খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ভেবেছিলাম ঘুরে দাঁড়াতে পারব, গোল করে ম্যাচে ফিরতে পারব। কিন্তু তা হয়নি। ফুটবল এমনই।’
0 Comments